মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
জাতীয় পরিচয়পত্র

এক কার্ডে একই শব্দের বানান চার রকম

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া বিতরণকৃত জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ডে  ‘ভাঙ্গুড়া’ বানান চার রকম লেখা হয়েছে। রাস্তা, গ্রাম, ডাকঘর ও উপজেলার স্থানে ভিন্ন ভিন্ন বানানে  লেখা ‘ভাঙ্গুড়া’। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বহীনতা ও উদাসীনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জানা যায়, গত ৩১ জানুয়ারি থেকে ভাঙ্গুড়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। প্রথম তিন দিন পৌরসভার প্রায় ১৫ হাজার ভোটারকে স্মার্টকার্ড দেওয়া হয়। পৌরসভার ভাঙ্গুড়া বাজারের  ভোটারদের স্মার্টকার্ডে গ্রাম বা রাস্তার স্থানে ভাঙ্গুড়া বাজার, ভাঙ্গুরা বাজার, ডাকঘরের স্থানে ভাঙগুড়া-৬৬৪০, ভাংগুড়া ও পৌরসভার নাম ভাঙ্গুরা লেখা হয়েছে। একই স্মার্টকার্ডের চার ধরনের ভাঙ্গুড়া বানানে বিস্মিত কার্ড সংগ্রহকারীরা। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বরাত আলী বলেন, ‘ভাঙ্গুড়া’ শব্দটি সব জায়গায় একই রকমভাবে লেখা প্রয়োজন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলব। যাতে পরবর্তীতে ভোটাররা কোনো সমস্যায় না পড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর