শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিক্ষকের ‘ভুলে’ এসএসসিতে বসতে পারল না ২০ পরীক্ষার্থী

ময়মনসিংহ ও নরসিংদী প্রতিনিধি

শিক্ষকের ‘ভুলে’ এসএসসিতে বসতে পারল না ২০ পরীক্ষার্থী

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষকদের ভুলে প্রবেশপত্র না পেয়ে এসএসসিতে বসা হলো না ১৪ পরীক্ষার্থীর। গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পাগলা থানা এলাকার পল্লী সেবক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার আগের দিন বুধবার বিদ্যালয়ে গিয়ে ওই পরীক্ষার্থীরা জানতে পারেন তাদের প্রবেশপত্র আসেনি। পরে পরীক্ষার্থী ও অভিভাবকদের চাপে প্রবেশপত্র আসবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেন। তবে, শেষ পর্যন্ত ওই বিদ্যালয়ের আটজনের প্রবেশপত্র এলেও বাকি ১৪ জন পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় বুধবার ওই ১৪ পরীক্ষার্থী গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। নিজেদের ভুল স্বীকার করে ওই বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রেজাউল হক বলেন, ‘আমাদের ভুলের কারণে ১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।’ প্রধান শিক্ষক আবদুল হান্নান বলেন, ‘কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এমন ভুল কীভাবে হলো বুঝতে পারছি না।’ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের বলেন, শিক্ষার্থীদের নিবন্ধন না থাকায় প্রবেশপত্র দেওয়া সম্ভব হয়নি।

এদিকে স্কুল থেকে প্রবেশপত্র না দেওয়ায় নরসিংদীতে ৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। নিরূপায় হয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন শিক্ষার্থীরা। গতকাল রায়পুরা উপজেলার বালুয়াকান্দি স্কুলে এ ঘটনা ঘটে। পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা জানায়, স্কুলের পক্ষ থেকে তাদের প্রবেশপত্র দেওয়া হয়নি। তাই তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

সর্বশেষ খবর