শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কুমিল্লায় দিনমজুর হত্যায় মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

২০১২ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে দিনমজুর জাহাঙ্গীর হোসেনকে (৫৫) কুপিয়ে হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অন্য আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গতকাল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার শ্যামনগর গ্রামের আজিজুর রহমানের ছেলে লিটন (২৬)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার খোলপাশা গ্রামের আবদুস সোবহান ওরফে তুফান (৫০)। এর মধ্যে মৃত্যুদ প্রাপ্ত লিটন পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১২ সালের ৩১ জুলাই জাহাঙ্গীর হোসেনকে (৫৫) চৌদ্দগ্রাম আমানগন্ডা এলাকায় কোদাল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় নিহত ভগ্নিপতি ফুল মিয়া বাদী চৌদ্দগ্রাম থানায় একটি মামলার করেন।

সর্বশেষ খবর