শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দির মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) মারুফ (১৬) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মারুফ কিশোরাঞ্জের অষ্টগ্রাম থানার রফিক আহমেদের ছেলে। সে খিলক্ষেত দর্জিবাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। মারুফের বাবা জানান, ‘গত ২৭ জানুয়ারি খিলক্ষেত এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে কয়েকজন ছেলের ঝগড়া হয়। ওই ঘটনায় খিলক্ষেত থানা পুলিশ মারুফের সঙ্গে আরও দুই কিশোরকে থানায় নিয়ে যায়। ২৮ জানুয়ারি তাদের কোর্টে চালান দেয়। আদালত থেকে তাকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গত মঙ্গলবার সেখান থেকে ফোন করে জানানো হয় মারুফকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে দেখি মারুফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। নির্যাতনের আমার ছেলের মৃত্যু হয়েছে।’ শাহবাগ থানার এসআই সানারুল হক সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, মারুফের ডান ও বাম হাতের কনুইয়ে দাগ, দুই পায়ের বিভিন্ন স্থান ফোলা ছিল।

শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন বলেন, নির্যাতন করে হত্যার অভিযোগ সত্য নয়।

সর্বশেষ খবর