শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কৃষক হত্যায় নয়জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

কৃষক হত্যায় নয়জনের যাবজ্জীবন

জয়পুরহাটে কৃষক নুরুল হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের ফেরাজ উদ্দিনের ছেলে আ. রউফ, মোহাম্মদ আলীর ছেলে রুহুল আমিন, আবদুর রউফের ছেলে আলী হোসেন, খোকন হোসেন, আছির উদ্দিনের ছেলে বেলাল হোসেন, আক্তারুজ্জামানের ছেলে রোকন, বাবু হোসেন, আবু সাঈদের ছেলে মিজানুর রহমান ও সিরাজুল। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার হিচমি গ্রামের কৃষক নুরুল হক দিনমজুরদের নিয়ে মাঠে ধান কাটতে যান। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড : নওগাঁর পোরশায় স্ত্রী হত্যায় স্বামী মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ গতকাল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পোরশা উপজেলার শাহ পুকুর দিঘীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ জুন ফাতেমা বেগমকে গলাটিপে হত্যা করে গলায় ওড়না প্যাঁচিয়ে ফ্যানে ঝুলিয়ে রাখে স্বামী মোস্তাফিজুর। ঘটনা ভিন্ন দিকে নিতে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়।

 

সর্বশেষ খবর