শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দগ্ধ পাঁচ শিশুর কেউ বেঁচে রইল না

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ      আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যায় সে। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচ শিশুর কেউ বেঁচে রইল না। বুধবার রাতে মারা যাওয়া শিশুর নাম রুশমিনা (৩)। সে আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টারের আবদুস শুক্কুরের মেয়ে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, রুশমিনার শ্বাসনালি ও শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ওই দুর্ঘটনায় আহত সাতজনকে আনা হয়েছিল এখানে। এর মধ্যে পাঁচজন শিশু ছিল। তারা সবাই মারা গেছে। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি সকালে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শিশুসহ নয়জন দগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথেই রাসেল নামে এক শিশু মারা যায়। ২৬ ফেব্রুয়ারি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোবাশ্বেরা (৪) ও রবি আলমের (৫)। বুধবার সকালে মারা যায় শিশু সোহেল (৫)। দগ্ধ আরও দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- জোবায়দা (২২) ও আমেনা খাতুন (২৪)। তাদের মধ্যে আমেনার শরীরের ৮ শতাংশ ও জোবায়দার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সর্বশেষ খবর