বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ

কুমিল্লা প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে গত সোমবার বিকালে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন। আবুল বাশার রানার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ইউনুস মিয়া এবং ডাক্তার শাহাদাত হোসেন, ফাতেমা আক্তার মুন্নী ও হান্নান ছিলেন বিশেষ অতিথি। মোশারেফ হোসেন বলেন, বাংলাদেশে অনেক শিল্পপ্রতিষ্ঠান আছে কিন্তু বসুন্ধরার উদ্যোগ প্রশংসার দাবিদার। বসুন্ধরা শুভসংঘ তিন মাস বিনামূল্যে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেবে। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ চৌদ্দগ্রামে এ প্রকল্প রাখার জন্য। আয়োজকরা জানান, অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে তিন মাস হাতেকলমে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ। যার একটি চৌদ্দগ্রাম উপজেলায় করা হয়েছে।

সর্বশেষ খবর