সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সারা দেশে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

প্রতিদিন ডেস্ক

সারা দেশে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের মধ্যে চাল বিতরণ

সারা দেশে গতকাল নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

গাজীপুর : জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর ভাওয়াল রাজবাড়ী মাঠে শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। মানিকগঞ্জ : মুজিব চত্বরে ১০৪ জন শিশু মুজিব কোর্ট পরিধান করে কর্মসূচিতে অংশ নেয়। শিশুরা কবিতা আবৃত্তি ও বক্তৃতা করে। পরে শিশুদের নিয়ে র‌্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন প্রমুখ। শেরপুর : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা হয়। রাঙামাটি : সাংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভায় মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দীপংকর তালুকদার। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মাগুরা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা হয়। খাগড়াছড়ি : টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা, ইফতারসামগ্রী, সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ ও ঢেউটিন বিতরণসহ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। হবিগঞ্জ : জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর আগে দোয়া ও মোনাজাত করা হয়। পরে র‌্যালি শহর প্রদক্ষিণ করে আলোচনাসভায় মিলিত হয়। ব্রাহ্মণবাড়িয়া : ১০০ জন প্রতিবন্ধীকে চাল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এরপর  আলোচনা সভা হয়। টাঙ্গাইল :  জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে র‌্যালি শেষে আলোচনা সভায় হয়। রাজবাড়ী : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম, জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। নেত্রকোনা : ‘চেতনার বাতিঘর’ ভাস্কর্য এবং পুলিশ সুপার কার্যালয়ে ‘মুক্তির মহানায়ক’ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে হয় আলোচনা সভা। জামালপুর : মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, প্রশাসক শফিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট বাকী বিল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আলোচনা সভা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠান হয়।

সর্বশেষ খবর