সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছাত্রদল নেতা হত্যায় গ্রেফতার ৭

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন গুলির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল, সাত রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন। গতকাল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান। নারী যাত্রীর সঙ্গে মাইক্রোচালক-লাইনম্যানের তর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত বলে দাবি পুলিশের। গ্রেফতাররা হলেন- ফজলে রাব্বি, সুমন, রাশেদ, কাউছার, খলিলুর রহমান, রিয়াজ ও সোলেমান।

 

সর্বশেষ খবর