সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সারা দেশে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

প্রতিদিন ডেস্ক

সারা দেশে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বগুড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

সারা দেশে গতকাল নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক চত্বর বটতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক চত্বর বটতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে সকালে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে জেলা আওয়ামী লীগ। অন্যদিকে বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। নীলফামারী : সকালে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগ, নীলফামারী প্রেস ক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়া শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, শেখ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিশু একাডেমিতে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। গাইবান্ধা : স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে শত ক্ষুদে মুজিবের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে সকালে পৌর পার্কে এবং জেলা পর্যায়ের বিভাগীয় দফতরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পামাল্য অর্পণ করা হয়। এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৫৬ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় পৌর পার্কে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন- রচনা লিখন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, মাদরাসা ও এতিমখানার শিশুদের মধ্যে ইফতার বিতরণ, চত্বরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ : দিবসটি উপলক্ষে আদিবাসী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, নৃত্য ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কালচারাল একাডেমির সহায়তায় এনজিআর আমনুরা মিশন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে। কুড়িগ্রাম : সকালে শহরের কলেজ মোড়ের স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা হয়।

সর্বশেষ খবর