সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

টঙ্গীতে ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া বাসা থেকে গতকাল বাবুল হোসেন (৪১) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহের ত্রিশাল থানার ধানিখোলা গ্রামের আবদুল খালেকের ছেলে। মরকুন এলাকার জনৈক রুহুল আমিনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে পরিবারের সঙ্গে বসবাস করতেন বাবুল। লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ খবর