শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বালু বিক্রি নিয়ে সংঘর্ষে নারী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে নদী থেকে খনন করা বালু বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জয়নব বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের মৃধাপাড়ায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত জয়নব মৃধাপাড়ার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলেসহ তিনজন আহত হয়েছেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাঈন উদ্দিন জানান, বোররচরের মৃধাপাড়া গ্রামে সরকারিভাবে খনন করা হয় ব্রহ্মপুত্র নদ। খননের বালু বিক্রি করা নিয়ে জালাল ও রব্বানী গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান জালাল গ্রুপের জয়নব বেগম। ওসি আরও জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ খবর