শিরোনাম
শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বস্তায় আদা চাষে ঝোঁক

খাগড়াছড়ি প্রতিনিধি

বস্তায় আদা চাষে ঝোঁক

খাগড়াছড়ির মানিকছড়িতে অনাবাদি জমিতে বস্তায় আদা চাষ হচ্ছে। উপজেলার পূর্ব তিনটহরী এলাকায় নাজমা সুলতানা নামে এক নারী  তিন একরের একটি মিশ্র ফল বাগানে কলা ও মাল্টার সাথি ফসল হিসেবে এ পদ্ধতিতে আদা চাষ করছেন। তার দেখাদেখি এ পদ্ধতিতে চাষে আগ্রহী হয়েছেন অনেকে। প্রচলিত চাষের বিকল্প হিসেবে বস্তায় এ ফসল চাষে মাটি ক্ষয় ও পোকামাকড় আক্রমণের ঝুঁকি কম থাকে। ফলে এ পদ্ধতিতে চাষ ব্যাপক সাড়া ফেলেছে।  কৃষি বিভাগ জানায়, খাগড়াছড়িতে চলতি মৌসুমে আদা চাষ হয়েছে ২ হাজার ৬৮০ হেক্টর জমিতে। ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪ হাজার ৬০২ টন।   কৃষি উদ্যোক্তা নাজমা সুলতানা জানান, ইন্টারনেটে দেখে স্বামীর সহযোগিতায় পারিবারিক মিশ্র ফল বাগানে কলা ও মাল্টার সাথি ফসল হিসেবে বস্তায় আদা চাষ করেন তিনি। বাগানবাড়ির আশপাশ, বিভিন্ন ছায়া বৃক্ষের নিচে এবং পরিত্যক্ত জায়গায় ৫ হাজার ৩০ বস্তায় আদা চাষ করেছেন। সবকিছু ঠিক থাকলে ২৫ টনের বেশি আদা উৎপাদনের আশা করছেন এ উদ্যোক্তা। তার বাগান পরিচর্যা ও দেখাশোনার কাজে কর্মসংস্থান হয়েছে আরও কয়েকজনের। তার দেখাদেখি অনেকে এখন বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন জানান এ নারী উদ্যোক্তা।

সর্বশেষ খবর