শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সড়কে দুই বন্ধুসহ নিহত ৯

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ নয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- গাইবান্ধা : গোবিন্দগঞ্জ-ভাইয়া সড়কের বটতলায় বৃহস্পতিবার রাতে নছিমনের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালকসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন গোবিন্দগঞ্জের মুত্তালিব মিয়া, সবুজ মিয়া ও ভ্যানচালক আশরাফুল ইসলাম। বগুড়া : কাহালুর জামগ্রাম মালঞ্চা সড়কে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন- সিরাজুল ইসলাম (১৮) ও সোহানুর রহমান (১৭)। বরিশাল : গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস ডোবায় পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত সেলিম রেজার বাড়ি (৩৮) যশোরে। জয়পুরহাট : দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় হারুনুর রশিদ নামে এক যাত্রী নিহত হয়েছেন। নোয়াখালী : চাটখিলে ট্রাকচাপায় আরিফ হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ : কালীগঞ্জে কার্ভাড ভ্যানের ধাক্কায় রেজাউল ইসলাম নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর