শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা
নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনা

২০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশ

লাকসাম প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোটের শিহর তেজের বাজার এলাকায় প্রায় দেড় কিলোমিটারে আপলাইনে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেনচালকদের এ নিয়ম মেনে চলতে হবে। চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ এ নির্দেশ দেয়। নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন জানান, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ক্ষতিগ্রস্ত আপলাইনে নতুন রেললাইন বসানো হয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপলাইনের দেড় কিলোমিটারে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর