শিরোনাম
শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শেষ সম্বল রক্ষায় দিশাহারা বৃদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উড়শীউড়া গ্রামের বৃদ্ধা জাহেরা বেগম। স্বামী পঙ্গু আর ভাশুর ক্যান্সারে আক্রান্ত। দরিদ্রতার কষাঘাতে জীবন যখন বিপর্যস্ত তখন শেষ সম্বল সামান্য ভূমি রক্ষায় প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে তাকে। শাশুড়ির রেখে যাওয়া এক খন্ড জমি চোখের সামনে বেদখল হতে দেখে দিশাহারা তিনি। বাধ্য হয়ে ছুটছেন আদালতের বারান্দা আর থানায়। গত বছর আদালত জাহেরার পরিবারের পক্ষে রায় দেন। তাতেও নিস্তার মেলেনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনেন দখলে অভিযুক্তরা। এখন বিবদমান ভূমিতে তৈরি করা হচ্ছে একটি বিদ্যালয়ের সীমানাপ্রাচীর। এ ঘটনায় ১৮ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মোকদ্দমা দায়ের করেন জাহেরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা দেলোয়ার বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিবদমান জায়গায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বর্তমানে কাজ বন্ধ আছে। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয় কর্তৃপক্ষকে সীমানাপ্রাচীর নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। ইউএনও সেলিম শেখ বলেন, আদালতের চূড়ান্ত রায় এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর