শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বগুড়ায় ৫৬ প্রহরব্যাপী লীলাকীর্তন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে টাউন বারোয়ারি হরিবাসর কমিটির উদ্যোগে ৫৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলাকীর্তন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে অধিবাসের মধ্যদিয়ে পৌরশহরের ঘোষপাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন বিকালে বের হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য মজিবর রহমান মজনু। সভাপতিত্ব করেন নিমাই ঘোষ। বর্ণাঢ্য শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ ও ভক্ত অংশ নেন। শেরপুর টাউন বারোয়ারি হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ জানান, প্রতি বছরের মতো এবারও সাত দিনব্যাপী ৫৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর