শিরোনাম
বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছিনতাইকালে ধরা দুই পুলিশ সদস্য

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে ছিনতাই করার সময় পোশাক পরা দুই পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন। তারা হলেন- জেলার বাসাইল উপজেলার মিরেকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়ার ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া। তারা দুজনই মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত রয়েছেন। এ ঘটনায় সোমবার দিবাগত রাতেই ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ। সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় স্থানীয়রা ওই পুলিশ সদস্যকে ছিনতাই করার সময় আটক করে। পরে মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। ওই রাতেই মধুপুর উপজেলার পিকআপচালক রানা বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম। মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, তারা দুজন পুলিশের পোশাক পরিহিত ছিল।

ছিনতাইকারীরা কোনো পুলিশ সদস্য না। কোনো পুলিশ সদস্যের মাধ্যমে বা দোকান থেকে পুলিশের পোশাক সংগ্রহ করে মহাসড়কে ছিনতাইয়ের কাজ করে। এ ঘটনায় একজন পিকআপচালক বাদী হয়ে মামলা করেছেন। গতকাল দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি।

সর্বশেষ খবর