রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ট্রাক উঠতেই ভেঙে পড়ল কালভার্ট

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ-আদর্শনগর সড়কে জরাজীর্ণ বক্স কালভার্ট দিয়েই চলাচল করতেন সাধারণ মানুষ। ইটবোঝাই একটি ট্রাক উঠতেই গত বৃহস্পতিবার বিকালে কালভার্টটি ভেঙে পড়ে। এরপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যানবাহন চলাচল। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

জানা যায়, এ সড়ক দিয়ে মোহনগঞ্জ ছাড়া খালিয়াজুরী উপজেলার মানুষও চলাচল করেন। এ ছাড়া মোহনগঞ্জের সমাজ সহিলদের ইউনিয়নসহ গাগলাজুর ইউনিয়নের মানুষের চলাচলেরও পথ এটি। স্থানীয়রা জানান, বছরের পর বছর জরাজীর্ণ এ কালভার্ট দিয়েই মানুষ যাতায়াত করছে। কত নেতা আসছে যাচ্ছে কেউই কোনো উদ্যোগ নেন না। আমরা চাই নতুন করে এখানে কালভার্ট করলে নদীর গতিপথ ঠিক রেখে পানি চলাচলে সুবিধা করে যেন করা হয়। মোহনগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী সোহায়েব ইমরান জানান, ভেঙে পড়া বক্স কালভার্টটি ১৯৯০ সালে করা হয়েছিল। ২০২২ সালে এটিকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। এর ওপর ইটবোঝাই ট্রাক ওঠায় ভেঙে গেছে।

সর্বশেষ খবর