শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দর্জিপাড়ায় মহাব্যস্ততা

রাতদিন চলছে মেশিন

দিনাজপুর প্রতিনিধি

দর্জিপাড়ায় মহাব্যস্ততা

ঈদুল ফিতর যত ঘনিয়ে আসছে দিনাজপুরের দর্জিপাড়ায় তত ব্যস্ততা বাড়ছে কারিগরদের। একদিকে সেলাই মেশিনের খটখট শব্দ অন্যদিকে চলছে মাপ অনুযায়ী কাপড় কাটা। ক্রেতার পছন্দমতো ঈদের আগেই অর্ডার সম্পন্ন করতে কারিগররা দিনরাত কাজ করছেন। এবার থ্রি-পিস, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি আর পায়জামার অর্ডার বেশি আসছে জানান দর্জি ব্যবসায়ীরা। খানসামার পাকেরহাট, কাচিনীয়া, টংগুয়া বাজারের দর্জিপাড়ায় গতকাল দেখা যায়, প্রতিটি শার্ট-প্যান্ট তৈরিতে ৬৫০, পাঞ্জাবি ৩৩০ ও থ্রি-পিসে ২৫০ টাকা মজুরি রাখা হচ্ছে। পুরো খানসামা উপজেলায় ১৫০-২০০টি দর্জির দোকান আছে বলে জানান স্থানীয়রা। লিটন ইসলাম নামে একজন বলেন, রেডিমেড কাপড়ের চেয়ে সেলাই করা পোশাক নিজের পছন্দ ও বডির মাপ অনুযায়ী বানানো যায়। এ জন্য শার্ট ও প্যান্ট সেলাই করতে দিছি। জহির উদ্দিন নামে একজন দর্জি কারিগর বলেন, অন্য সময়ের চেয়ে কাজের ব্যস্ততা থাকলেও এ বছর অর্ডার কিছুটা কম। তবু এখন তারা প্রতিদিন ৭০০-৮০০ টাকা আয় করতে পারছেন। পাকেরহাট কনফিডেন্স টেইলার্সের স্বত্বাধিকারী প্রফুল্ল চন্দ্র রায় বলেন, ঈদ উপলক্ষে দোকানে ব্যস্ততা বেড়েছে। পছন্দের পোশাক তৈরি করতে নিয়মিত কিছু কাস্টমারের অর্ডার পেয়েছি। প্রতিবার নতুন কাস্টমার কাপড় বানাতে এলেও এবার সংখ্যাটা একটু কম। পাকেরহাট ভিআইপি টেইলার্সের স্বত্বাধিকারী জীতেন্দ্রনাথ রায় বলেন, গতবারের ঈদের তুলনায় এবার অর্ডার কম। তবে স্বাভাবিক সময়ের চেয়ে ঈদে ক্রেতা বেশি থাকে। ক্রেতার রুচি ও পছন্দ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর