সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

৫০০ বছরের পুরনো এককাতার মসজিদ

লালমনিরহাট প্রতিনিধি

৫০০ বছরের পুরনো এককাতার মসজিদ

এককাতার মসজিদ। ঐতিহাসিক এই স্থাপনার অবস্থান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজীপাড়ায়। তিন গম্বুজবিশিষ্ট মসজিদটিতে একটি মাত্র কাতার হওয়ায় ১৩-১৪ জনের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন না। আনুমানিক ৫০০ বছর আগে ইট ও চুন-সুরকি দিয়ে নির্মাণ করা হয় এই মসজিদ। প্রাচীন কারুকার্য শোভিত মসজিদটিতে একটিমাত্র কাতার হয় বলে স্থানীয়রা এক কাতার মসজিদ নামকরণ করেন। মসজিদটি নির্মাণের সঠিক দিন-তারিখ জানা না গেলেও নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এটি মুঘল আমলের। মসজিদের মুসল্লি মোস্তাফা বলেন, আমার দাদা তার দাদার কাছে শুনেছেন মসজিদের ইতিহাস। তারাও মসজিদ নির্মাণের সঠিক ইতিহাস জানতেন না। আরেক মুসুল্লি জানান, সম্প্রতি মসজিদে ইমাম বসার জায়গা (মেহরাব) সংস্কারের জন্য কিছুটা ভাঙার চেষ্টা করা হয়েছিল। তখন হাতুড়ি দিয়ে আঘাত করতেই আগুনের ফুলকির মতো বের হয়। এতটাই শক্ত এই স্থাপনা। মসজিদ সভাপতি ফিরোজ কাদের বলেন, মসজিদটির দেয়ালে অনেক কারুকার্য রয়েছে। পাশে আছে দুটি কবর ও শিয়া সম্প্রদায়ের একটি মিনার।

সর্বশেষ খবর