মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সামাজিক বিরোধে সংঘর্ষ ভাঙচুর

নিহত ২, আহত ২ শতাধিক

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে ঈদের ছুটির ছয় দিন ও গতকাল সামাজিক বিরোধে সংঘর্ষ হামলা ভাঙচুর করা হয়েছে। এতে দুজন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে একজন নিহত ও ১২১ জন আহত হয়েছেন। খালিয়াজুরীতে জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত হয়েছেন। সুনামগঞ্জে একঘরে করা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক, কেন্দুয়ায় ঈদের জামাত নিয়ে সংঘর্ষে ৩০, ভাঙ্গায় ইভ টিজিং নিয়ে সংঘর্ষে ১৫, কুষ্টিয়ায় ঈদের নামাজ নিয়ে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : ধান কাটা, জমিতে পানি দেওয়া, হত্যা মামলার আসামিদের, জায়গা নিয়ে বিরোধে ও ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে জেলার বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম কামাল উদ্দিন।

নেত্রকোনা : বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার খালিয়াজুরীতে শুক্রবার প্রতিপক্ষের লাঠির আঘাতে জীবন সরকার নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 সুনামগঞ্জ : ছাতকে তিন পরিবারকে একঘরে করা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

কুষ্টিয়া : সদরের বিত্তিপাড়ায় ঈদগাহের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে সাতজন আহত হয়েছে।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় বৃহস্পতিবার রাতে ইভ টিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ : নয়ালাভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ খবর