শিরোনাম
মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে আট শিশুসহ নয়জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

পানিতে ডুবে আট শিশুসহ নয়জনের প্রাণহানি

ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ উপলক্ষে টানা ছয় দিনের ছুটিতে চট্টগ্রাম, কিশোরগঞ্জ, শেরপুর, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় পানিতে ডুবে আট শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : রবিবার সকালে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের সরকার বাজার এলাকায় পুকুরে ডুবে আইয়ুব মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আইয়ুব ওই এলাকার ইউসুফের ছেলে। একই দিন দুপুরে মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নে পুকুরে ডুবে মারা যায় দীপু দাশ (১০) নামের এক শিশু। দীপু ওই এলাকার প্রবাসী রূপম দাশের মেয়ে।

কিশোরগঞ্জ : হোসেনপুরে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- উপজেলার কুড়িমারা গ্রামের মন্না মিয়ার ছেলে আরমান (১২) ও নয়ন মিয়ার মেয়ে তন্বী (৮)।

নালিতাবাড়ী (শেরপুর) : রবিবার সন্ধ্যায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- উপজেলার কাওয়াকুড়ি গ্রামের আবদুল হাইয়ের মেয়ে আছিয়া আকতার (৬) এবং আবু হানিফার ছেলে সারোয়ার হোসেন (৯)। রবিবার বিকালে খেলতে গিয়ে স্থানীয় রফিকুলের পুকুরের পানিতে ডুবে যায় ওই দুই শিশু। পরে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে বাড়ির লোকজন।

গাজীপুর : শনিবার দুপুরে কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে মারা গেছে ফাহিম সরকার (১৫) নামের এক কিশোর। ফাহিম কাপাসিয়া থানার বড়বেড় গ্রামের নূর হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে খেলতে গিয়ে পুকুরে পড়ে মাসুমা (৩) নামের এক শিশু। পরে বাড়ির লোকজন তার লাশ উদ্ধার করে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম কালিকচ্ছ বারোজীবী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুমা ওই এলাকার মন্তাজ মিয়ার মেয়ে।

নেত্রকোনা : দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে আবির হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর