মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন

গাজীপুর ও ঝিনাইদহ প্রতিনিধি

গাজীপুরের পূবাইল এলাকায় একটি কম্পোজিট কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে পূবাইলের সাতপোয়া এলাকায় নেক্সট কম্পোজিট কারখানার কাটিং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ৩টি এবং জয়দেবপুরে ২টিসহ ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

অপরদিকে রবিবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে সাবেক সেনা সদস্য গোলাম মর্তুজার বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শৈলকুপা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় বাড়ির ৩টি ঘরসহ আসবাবপত্র। এ ছাড়া সদর উপজেলার সুতলিয়া গ্রামের কৃষক হোসেন আলীর চারটি মহিষ আগুনে পুড়ে মারা গেছে। এতে দগ্ধ হয় আরও একটি গরু।

সর্বশেষ খবর