মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

৭ হাজার টাকার জন্য বোনকে তুলে দেয় ধর্ষকদের হাতে

শিশু সুবর্ণা হত্যারহস্য জানা গেল ৭ বছর পর

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আট বছর বয়সী সুবর্ণা হত্যারহস্য সাত বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। গ্রেফতার করা হয়েছে খুনে জড়িত দুই যুবককে। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। গ্রেফতাররা হলো- নিহত সুবর্ণার ফুপাতো ভাই চৌহালী উপজেলার দত্তকান্দি গ্রামের আবদুল হকের ছেলে সাব্বির হোসেন (২০) ও আরফান মেম্বারের ছেলে শাকিব খান (২১)। সুবর্ণা দত্তকান্তির শুকুর আলীর মেয়ে। সিরাজগঞ্জ কার্যালয়ে গতকাল এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ২০১৭ সালের ২৬ মার্চ শিশু সুবর্ণা দত্তকান্দি হাইস্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। ফুফাতো ভাই সাব্বিরের সঙ্গে স্কুলেমাঠে বালু নিয়ে খেলছিল সে। একপর্যায়ে একই গ্রামের রশিদ মেম্বরের ছেলে মিলন ৭ হাজার টাকার লোভ দেখিয়ে সাব্বিরকে বলে মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে যেতে। সাব্বির লোভে পড়ে বোনকে শিমুলিয়া চরের ফসলি মাঠে নিয়ে যায়। সেখানে আটজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে এবং ঘটনা সবাইকে জানাবে বলে কাঁদতে থাকে। তখন আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে। পরনের ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ বালু দিয়ে ঢেকে সবাই চলে যায়। পর দিন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা থানায় মামলা করেন। ২০১৯ সালে মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়ে ১৯ এপ্রিল ছাব্বিরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে চৌহালীর দত্তকান্দি থেকে গ্রেফতার করা হয় শাকিবকে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর