মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

দিনাজপুর প্রতিনিধি

চাঁদা দাবির অভিযোগে দিনাজপুর নুরজাহান কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান। রবিবার দিনাজপুর সদর থানায় মামলাটি হয়। বিষয়টি জানিয়েছেন সদর থানার ওসি ফরিদ হোসেন। তিনি জানান, মামলায় চাঁদা দাবি ছাড়াও অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ খবর