মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পচে গেছে শত শত একরের ধান

► ভোলাডোবা খাল ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি ► তিন শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

পচে গেছে শত শত একরের ধান

কিশোরগঞ্জের করিমগঞ্জে জলাবদ্ধতায় শত শত একর জমির ধান নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক কৃষক। স্থানীয় ভোলাডোবা খাল ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। স্থানীয়রা জানান, করিমগঞ্জ উপজেলার গুণধর, নোয়াবাদ ও জয়কা ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে ভোলাডোবা খালটির অবস্থান। বেশ কয়েক বছর আগেই খালটি ভরাট হয়ে গেছে। সেখানে কেউ কেউ দখল করে ধান লাগিয়েছেন। এ অবস্থায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। গুণধর ইউনিয়নের সুধী গ্রামের কৃষক নূর ইসলাম জানান, ভোলাডোবা হাওরে তার ২০ কাঠা জমির পুরোটাই পানিতে নষ্ট হয়ে গেছে। একই গ্রামের কৃষক রফিকুল ইসলাম রুবেল জানান, তাদের ১২ একর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এখন আর কেটে কোনো লাভ হবে না। কৃষক আবুল কালাম জানান, তার ৫ একর জমির পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। গুণধর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি চানমিয়া জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ হাওরে ধান লাগাতেও দেরি হয়। এর ফলে ধান উঠতেও সময় বেশি লাগে। এখন বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ধান পচে যাচ্ছে।  গুণধর ইউপি চেয়ারম্যান আবু সায়েম ভূঁইয়া রাসেল জানান, ভোলাডোবা খালটি ভরাট হয়েছে বেশ কয়েক বছর আগেই। সংস্কার না করায় প্রতি বছরই জলাবদ্ধতায় কৃষকের ধান নষ্ট হচ্ছে। তিনি আরও জানান, এই হাওরে প্রায় দেড় হাজার একর জমি রয়েছে। এবার প্রায় ৫০০ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। উপজেলা সমন্বয় পরিষদের সভায় বিষয়টি উত্থাপন করার কথা জানান তিনি। এই হাওরে গুণধর ইউনিয়নের সুধী, বাটোয়ারগোপ ও সালুয়াকান্দি, নোয়াবাদ ইউনিয়নের জলারপাড় ও গোলবাগ এবং জয়কা ইউনিয়নের কলাবাগ এ ছয়টি গ্রামের কয়েকশ কৃষকের জমি রয়েছে। ভোলাডোবা থেকে করাতি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খালটি ভরাট হয়ে গেছে। এর ফলেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয় কৃষকরা অবিলম্বে খালটি পুনর্খনন করে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন। এ দাবিতে তারা সম্প্রতি মানববন্ধনও করেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, জলাবদ্ধতার কারণে জমিতে মেশিনও নামানো যাচ্ছে না, আবার শ্রমিকও মিলছে না। ফলে ধান জমিতেই পচে যাচ্ছে। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আলী বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর