মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

টঙ্গীতে কারখানার গুদামে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর পাগাড়ে হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলসের গুদামে গতকাল আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাসূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ কারখানার গুদামে আগুন দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু জাফর বলেন, তেমন কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। কেউ হতাহতও ঘটনা হয়নি। কারখানার নির্বাহী পরিচালক হান্নান হোসেন বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ খবর