সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

কলকারখানা অধিদফতরের সামনে শ্রমিকদের অবস্থান

কারখানা বন্ধ করে লাপাত্তা

টঙ্গী প্রতিনিধি

কলকারখানা অধিদফতরের সামনে শ্রমিকদের অবস্থান

গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফেরা ও পাওনা আদায়ের দাবিতে গতকাল টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। ডেনিম নিটওয়্যার লি. নামের ওই কারখানা গাজীপুর মহানগরের কাশিমপুরে অবস্থিত। পাওনা পরিশোধ না করে ঈদের ছুটিতে মেশিনপত্র অন্যত্র স্থানান্তর করে মালিক লাপাত্তা হয়েছেন এমন অভিযোগে শ্রমিকরা ২১ এপ্রিল থেকে আন্দোলন করছেন। গতকাল বেলা ১২টায় শ্রমিকরা কলকারখানা অধিদফতরের টঙ্গী কার্যালয়ে অবস্থান নেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন। শ্রমিকরা জানান, ওই কারখানায় প্রায় ১ হাজার লোক কাজ করেন। ঈদুল ফিতরে ১৩ দিন ছুটি কাটিয়ে তারা ২১ এপ্রিল কাজে যোগদান করতে এসে দেখেন ফটকে বন্ধের নোটিস। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর গাজীপুর কার্যালয়ের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী আহমেদ বেলাল বলেন, মালিকপক্ষ ছাড়া শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সুরাহা সম্ভব নয়। কারখানা মালিক দেশের বাইরে আছেন আমাদের জানানো হয়েছে। শ্রমিকদের অপেক্ষা করতে বলেছি।

সর্বশেষ খবর