সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

যুবককে গাছে বেঁধে নির্যাতন

কুমিল্লা প্রতিনিধি

যুবককে গাছে বেঁধে নির্যাতন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর ফল্ডারপাড় গ্রামে বাইজিদ হৃদয় নামে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল থানায় অভিযোগ করা হয়েছে। হৃদয়কে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হৃদয়ের মা বকুল জানান, রামচন্দ্রপুর ফল্ডারপাড় গ্রামের কবির ও তার ভাই জসিম টাকা পাবে অভিযোগ এনে তার ছেলেকে গত শনিবার ঘর থেকে তুলে নিয়ে যায়। তখন বাধা দিলে তারা আমাকে ও আমার শাশুড়িকে মারধর করে। হৃদয়কে উঠিয়ে লাঠি ও রড দিয়ে পেটায়। রবিবার স্থানীয় জাকির মেম্বারের কাছে অজ্ঞান অবস্থায় রেখে যায় তাকে। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বকুল। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, ছেলেটির ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। কবির জানান, পাওনা টাকা না দেওয়ায় আটকে রাখা হয়েছে হৃদয়কে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর