সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাচার, গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাচার, গ্রেফতার

গাজীপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাচারকালে মহানগর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার নূর আলমের (৪০) বাড়ি রংপুর জেলায়। তার কাছ থেকে ২৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নাজির আহমেদ খান নিজ কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, তাদের কাছে তথ্য ছিল নলজানী এলাকায় রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেড নামের কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিলের চালান আসছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই কুরিয়ার সার্ভিস অফিস চত্বরে অবস্থান নেয়। গত শনিবার দুপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে গ্রিজের ড্রাম হিসেবে ডেলিভারি নেওয়ার সময় নূরে আলমকে আটক ও ড্রামটি জব্দ করা হয়। ড্রাম খুলে কাঠের গুঁড়ার মধ্যে লুকিয়ে রাখা ২৮২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

 এ ব্যাপারে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর