শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার দাঁত ভাঙল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবু নাঈম ভূইয়া (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে রড দিয়ে পিটিয়ে দুটি দাঁত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের মাদরাসার সামনে গত শনিবার সকালে এ হামলা হয়। আবু নাঈম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তার ছেলে ফেরদৌস ভূইয়া আড়াইহাজার থানায় মামলা করেছেন। আড়াইহাজারের ওসি আহসানাউল্লাহ জানান, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযানও চালানো হয়েছিল। পরে তারা আদালত থেকে জামিন নিয়েছেন।

আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর