শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রতিদিন ডেস্ক

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দিনাজপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় বাস -বাংলাদেশ প্রতিদিন

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

গাজীপুর : গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকায় গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮) ও বগুড়ার মোকামতলার এহসান হাসান (৪২)। মনজুর গাজীপুরের সিটি করপোরেশনের কোনাবাড়ী ও এহসান হরিণাচালা এলাকায় বসবাস করতেন। সিরাজগঞ্জ : শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। পাবনা-নগরবাড়ী মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও বাঘাবাড়ী এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টেটিয়ারকান্দার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও শেলাচাপড়ীর আরশেদ প্রামাণিক (৬০)। চট্টগ্রাম : মিরসরাইয়ে জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়ায় এ ঘটনা ঘটে। দিনাজপুর : রাস্তা পারাপারের সময় ঘোড়াঘাটে ট্রাকচাপায় মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ্ব এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কলাবাড়ী ভান্ডারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে হাকিমপুরে ধান কাটা শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৫ শ্রমিক আহত হয়েছে।

সর্বশেষ খবর