শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

গরমে মারা গেছে ২ হাজার মুরগি

ফরিদপুর প্রতিনিধি

গরমে মারা গেছে ২ হাজার মুরগি

খামারের পাশে স্তূপ করে রাখা মরা মুরগি -বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একটি খামারের প্রায় ২ হাজার সোনালি জাতের মুরগি মারা গেছে। সব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে খামারি মীর রমজান ইসলাম। ব্যাংক ঋণ পরিশোধ, কর্মচারীদের বেতন-ভাতা দিতে না পেরে এখন পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তার।

জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মীরকান্দা গ্রামের মীর রমজান ইসলাম পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরব যান। সেখান থেকে ২০২১ সালে দেশে ফিরে গড়ে তোলেন সোনালি মুরগির খামার। খামার করতে গিয়ে ব্যাংক ঋণ ও বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নেন। খামারে প্রায় ৫ হাজার মুরগি ও বাচ্চা ছিল। কয়েক দিনে তীব্র গরমে মুরগি ও বাচ্চা অসুস্থ হতে থাকে। এক সপ্তাহে প্রায় ২ হাজার মুরগি মারা যায়। বাকিগুলোর অবস্থাও খারাপ। মীর রমজান জানান, প্রতিদিনই মুরগি মারা যাচ্ছে। বাকি যেগুলো আছে সেগুলোর কী হবে জানি না। মুরগিগুলো রোগাক্রান্ত হওয়ায় বিক্রিও করতে পারছি না। চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। পুঁজি হারিয়ে এখন আমি দিশাহারা।

 

সর্বশেষ খবর