শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

ছাত্রলীগের কর্মিসভায় সংঘর্ষ, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মিসভা চলাকালে গতকাল দুই সাংগঠনিক সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ার সংলগ্ন সমবায় মার্কেটের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের কর্মিসভার শেষপর্যায়ে ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কের সামনে দুই গ্রুপের হাতাহাতি শুরু হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক (১) মহসীন মোল্লার সমর্থকদের ওপর হামলা চালায় আরেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদির অনুসারীরা। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ান। পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। মহসীন মোল্লা বলেন, সামান্য বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত। রুহুল আমীন আফ্রিদি বলেন, উত্তর পৈরতলার একদল ছেলের সঙ্গে কাজীপাড়ার ছেলেদের ঝামেলা হয়েছে। আমার সমর্থকরা তাদের ফিরিয়ে দিয়েছে।

 

সর্বশেষ খবর