শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

খিচুড়ি খেয়ে ১২ জন হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খানখানাপুরে একটি অনুষ্ঠানে খিচুড়ি খাওয়ার পর অসুস্থ হন তারা। রাতেই তাদের গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ড. মো. রোকনুজ্জামান ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে খানখানাপুর ইউনিয়নে এক অনুষ্ঠানে যান তারা। সেখান থেকে খিচুড়ি খেয়ে বাড়ি ফেরার পর তাদের পাতলা পায়খানা শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল অফিসার জানান, হাসপাতালে ১২ জন ডায়রিয়া রোগী ভর্তি করা হয়েছে। ফুড পয়জনিং থেকে অসুস্থ হয়েছেন তারা।

 

সর্বশেষ খবর