শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

বগুড়ায় সবজির দাম বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সবজির দাম বাড়ছেই

উত্তরের জেলা বগুড়াকে বলা হয় সবজি ভান্ডার। দেশের সিংহভাগ সবজির চাহিদা মেটায় এ জেলা। অনাবৃষ্টি ও খরায় এবার আবাদ কম হওয়ায় এখানে বেড়েই চলছে দাম। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সবজি কেনাই কঠিন হয়ে পড়েছে। বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনি ও খান্দার বাজার গতকাল ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত খরায় কৃষকের সবজি খেত নষ্ট হয়েছে। এ কারণে বাজারে সরবরাহ কম। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবার কমবে। ক্রেতারা বলছেন, অতিরিক্ত গরমের অজুহাতে বাজারে সব ধরনের সবজির দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এখন বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। সবজিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি হওয়ায় এ কষ্ট যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। জানা যায়, বগুড়ার বাজারগুলোতে প্রতিটি সবজির দাম ২০-২৫ টাকা কেজিপ্রতি বেড়েছে। ৫০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। ৪০ টাকার পটল ৬০, করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০, ঢেঁড়স ৪০, গাজর ৫০, লাউ ৫০-৬০ টাকা, টমেটো ৫০, বরবটি ৬০, আলু ৫০-৬০, শসা ৫০, তরি বিক্রি হচ্ছে ৪০-৫০ কাটা কেজি। এ ছাড়া বাঁধাকপি প্রতি পিচ ৬০ ও ফুলকপি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। এ ছাড়া পিঁয়াজের দাম বেড়ে ৭০ টাকা কেজি এবং ৮০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ফতেহ আলী বাজারের খুচরা ব্যবসায়ী মিজানুর রহমান পটু জানান, বগুড়াসহ দেশে দাবদাহে কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে কমেছে ফলন। সরবারহ কাম থাকায় বেশি দামে কিনে বেশি দামে সবাজ বিক্রি করছি। ক্রেতা দৌলাতুজ্জামান জানান, বাজারে এসে দেখি সবজির দাম প্রায় দ্বিগুণ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর