শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

কানে মোবাইল ফোন ট্রেনে কাটা পড়লেন পল্লী চিকিৎসক

নীলফামারী ও গাইবান্ধা প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আরমান হোসেন (৩৭) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শহরের গোলাহাট বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান শহরের সাহেবপাড়ার সেলিম হোসেনের ছেলে। সৈয়দপুর রেলওয়ে পুলিশ জানায়, রেলক্রসিং বাইপাস সড়কের গোলাহাট এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন আরমান। এ সময় চিলাহাটি থেকে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। অন্যদিকে গাইবান্ধা সদর উপজেলায় রেললাইন থেকে

অজ্ঞাত নারীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে  পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। বোনারপাড়া রেলওয়ে পুলিশের ওসি খাইরুল ইসলাম  বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদরের শহরের কূপতলা স্টেশন এলাকায় ওই নারীর লাশ পাওয়া যায়।

 

 

সর্বশেষ খবর