শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

লৌহজংয়ে নির্বাচনি ক্যাম্পে হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বেজগাঁও ইউনিয়নের ছত্রিশ গ্রামে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বি এম শোয়েবের নির্বাচনি ক্যাম্পে গতকাল বিকালে এ হামলা হয়। এ সময় রকি শেখ (৩২) নামে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় রকির বাবা বিল্লাল শেখ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

রকি শেখ জানান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী (কাপ-পিরিচ) আবদুর রশিদ শিকদার সমর্থক সিহাদ, সামির, জয় দীর্ঘদিন ধরে আমাকে রশিদ শিকদারে পক্ষে নির্বাচন করার জন্য চাপ দিয়ে আসছে। বিকালে আমি ক্যাম্পে বসে ছিলাম। হঠাৎ ৮-১০ জন শোয়েবের নির্বাচনি ক্যাম্পে হামলা ও ধারালো অস্ত্র, চাপাতি, ছুরি দিয়ে আমাকে কুপিয়ে জখম করে। কাপ-পিরিচের প্রার্থী আবদুর রশিদ বলেন, যতদূর জানতে পেরেছি ব্যক্তিগত বিরোধ নিয়ে মারামারি হয়েছে।

সর্বশেষ খবর