বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

চার জেলায় সড়কে পাঁচজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

চার জেলায় সড়কে পাঁচজনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- গাজীপুর : কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকায় গতকাল লরি ও মোটরসাইকেল সংঘর্ষে আবদুল হামিদ (৩৪) নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল কালীগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী : টঙ্গীতে গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নিচুধুমি এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে এরফান (৫৫) নামে এক রাখালসহ ছয়টি গরু মারা গেছে। এরফান শিবগঞ্জের আটরসিয়া লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। দিনাজপুর : দিনাজপুর-বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে সোমবার রাতে সবজিবোঝাই পিকআপের ধাক্কায় জাহিদ (৫০) নামের সাইকেল আরোহী মারা গেছেন।  ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় গতকাল সকালে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে এক যুবক মারা গেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর