বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

অস্ত্রসহ দুইজন গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে একাধিক মামলার দুই আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রাম থেকে গতকাল ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- বিশ্বনাথের দক্ষিণ সৎপুর গ্রামের আরাফাত উল্লাহর ছেলে আজির উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগরের ফরমুজ আলীর ছেলে আহমদ আলী। তাদের কাছ থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি চাকু ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে তাদের সিলেট আদালতে সোপর্দ করেছে।

সর্বশেষ খবর