বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

ভারতীয় চিনিসহ যুবক আটক

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি থেকে সোমবার রাতে ১২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। এ সময় রহুল আমিন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বাড়ি কাকরকান্দি গ্রামে। জব্দ চিনি নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। পুলিশ জানায়, বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশে চিনি মজুত করা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর