বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

পোশাক শ্রমিক ধর্ষণ যুবক গ্রেফতার

সাভার প্রতিনিধি

সাভারে ঘরে ঢুকে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুমন (৩৫) নামে এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌরসভার মজিদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। সুমন একই বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করত বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী শ্রমিকের মা বলেন, রাতে জামাই নাইট ডিউটে থাকার সুযোগে কৌশলে রুমে ঢুকে মেয়েকে ধর্ষণ করে।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, সুমনকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর