শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

ট্রাক উল্টে নিহত দুই শ্রমিক, আহত ১১

চার জেলায় সড়কে আরও পাঁচজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ট্রাক উল্টে নিহত দুই শ্রমিক, আহত ১১

সাতক্ষীরার তালায় গতকাল ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া চার জেলায় তিন শিক্ষার্থীসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

সাতক্ষীরা : তালা উপজেলার হরিষচন্দ্রকাটিতে ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছেন। গতকাল সকালে খুলনা-পাইকগাছা সড়কের সরদারবাড়ী বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কয়রা উপজেলার বগা গ্রামের সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের মনিরুল ইসলাম (৩০)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ : গতকাল সন্ধ্যায় সদর উপজেলার চাপাইল সড়কে ট্রলির নিচে চাপা পড়ে রামিম শেখ (১০) নামে এক শিক্ষার্থী মারা গেছে। রামিম সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামের বাবু শেখের ছেলে।  অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে হরিদাসপুর এলাকায় বাসের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী জুয়েল মোল্লা (৪২)। দুর্ঘটনায় আরও দুজন আহত হন। বগুড়া : শিবগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় তোতা মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তোতা মিয়া গাবতলী উপজেলার উজগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। নোয়াখালী : গতকাল সকালে সুবর্ণচর উপজেলার বাঁধের হাটবাজার এলাকায় মাটি কাটার পাওয়ার টিলারের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রিফাত (৬) উপজেলার চরজুবলি ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের রেজোয়ানুর রহমানের ছেলে। সে স্থানীয় পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। টাঙ্গাইল : ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান মিশু (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কষ্টাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মেহেদী কয়েড়া গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে।

সর্বশেষ খবর