রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

হেফাজতে আসামির মৃত্যু, তদন্ত করবে র‌্যাব

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাবের হেফাজতে আসামি সুরাইয়া খাতুনের মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‌্যাব। বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে। র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম গতকাল জানান, র‌্যাব হেড কোয়ার্টাসের সিদ্ধান্ত অনুযায়ী সুরাইয়ার মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত কমিটি করা হবে। সুরাইয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার বরুনাকান্দার আজিজুল ইসলামের স্ত্রী। লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রেখা আক্তার হত্যা মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার রাতে নান্দাইলের নতুন বাজার থেকে সুরাইয়া ও তার ছেলে তাইজুল ইসলাম লিমনকে গ্রেফতার করে র‌্যাব। রাতেই তাদের র‌্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পে নেওয়া হয়। শুক্রবার সুরাইয়াকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র‌্যাব। সেখানে জানানো হয় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

 

সর্বশেষ খবর