বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

ধর্ষণে বাধায় শিশু হত্যা যুবকের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ধর্ষণে বাধা দেওয়ায় সুবর্ণা মিম (৬) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা ও লাশ গুমের মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাহিদুল কবির এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ওমর ফারুক (১৯) চান্দিনার বেলাশ্বর গ্রামের মোস্তফা কামালের ছেলে। মামলার বিবরণে জানা যায়, সুবর্ণা মিমকে ২০১৭ সালের ৬ ডিসেম্বর খুন করা হয়। পরদিন তার লাশ পাওয়া যায়।  ১১ ডিসেম্বর বেলাশ্বর গ্রামের ওমর ফারুককে গ্রেফতার করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি সূত্রে জানা যায়, সুবর্ণা মিমকে ধর্ষণের চেষ্টাকালে বাধা দেওয়ায় গলায় ওড়না প্যাঁচিয়ে হত্যা করেন ওমর ফারুক। পিপি মিজানুর রহমান মজুমদার বলেন, আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হাছান বলেন, রায়ের কপি হাতে পেলে শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে।

 

সর্বশেষ খবর