বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

পাহাড়ে বুদ্ধপূর্ণিমা উদযাপন

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে বুদ্ধপূর্ণিমা উদযাপন

বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। বৌদ্ধধর্মাবলম্বীরা এ দিনটিতে বুদ্ধত্ব লাভ উৎসব উদযাপন করে। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বীরা এ দিনটি নানা উৎসবের মধ্য দিয়ে উদযাপন করেন। গতকাল রাঙামাটির রাজবন বিহারে ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধপূর্ণিমা উৎসব। বিহারে দিনব্যাপী চলে বৌদ্ধ মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, বুদ্ধ পূজা, পিণ্ডদান, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি। ভক্ত ও আর পুণ্যার্থীদের পদচারণায় কানায় কানায় ভরে ওঠে রাঙামাটি রাজবন বিহার এলাকা। এ সময় দায়ক-দায়িকার ও পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় নির্দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞালংকার মহাস্থবির। রাঙামাটি রাজবন বিহারের উপাসক-উপাসিকার সভাপতি গৌতম দেওয়ান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের মধ্যে রাঙামাটি রাজবন বিহার হলো বৃহত্তম বৌদ্ধবিহার। গৌতম দেওয়ান বলেন, এ সময় মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সর্বশেষ খবর