বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

সৎ-মায়ের ঘরে মিলল শিশুর মরদেহ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে নিখোঁজের ১০ ঘণ্টা পর সৎ-মায়ের ঘর থেকে মিম আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সবুজ মিয়ার মেয়ে। সবুজ উপজেলার হরিণহাটির সোজাবদ আলীর বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন। পুলিশ জানায়, একই বাড়ির পাঁচ তলায় ওই শিশুর সৎমা আয়না থাকেন। মিম সকাল ১০টার দিকে নিখোঁজ হয়। পরে সন্দেহ হলে এলাকাবাসী আয়নার ঘরে প্রবেশ করে বস্তা মোড়ানো মিমের লাশ দেখতে পায়। এসআই ফেন্সি জুয়েল জানান, এ ঘটনায় সৎ-মা আয়নাকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর