শিরোনাম
রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

৩৫ জাতের আম নিয়ে মেলা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনের আমের মেলা। গতকাল থেকে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এ মেলা শুরু হয়েছে। এতে সাতক্ষীরার হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, গোবিন্দভোগসহ ৩৫ জাতের আম প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির মেলার উদ্বোধন করেন। জেলায় আম ক্যালেন্ডার অনুযায়ী, ৯ মে খিরসরাই ও ঘোলাপখাস, শরিখাস আম গাছ থেকে ছাড়ানোর মাধ্যমে শুরু হয়েছিল আম সংগ্রহ কার্যক্রম। ধাপে ধাপে গোপালভোগ, হিমসাগর, গোবিন্দভোগসহ নানা জাতের আম সংগ্রহ করা হয়েছে। ২৭ মে পর্যন্ত চলবে আম মেলা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর