রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত একটি ডলফিন। এটি প্রায় সাত ফুট লম্বা। এর মাথা, পিঠসহ শরীরের অধিকাংশ জায়গার চামড়া উঠে গেছে।

ইরাবতী জাতের ডলফিনটির মুখে জাল প্যাঁচানো ছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্টের পূর্বপাশে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে নিরাপদ স্থানে ডলফিনটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর আগে ২ মে সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা এসেছিল, জানিয়েছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর